ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

সিরিয়ায় আসাদ-বাহিনীর হামলায় নিহত ১৭৯  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৭, ১৪ জানুয়ারি ২০১৮

 

সিরিয়ার রাজধানী দামাস্কাসের নিকটবর্তী শহর পূর্ব ঘৌতায় আসাদ বাহিনীর বিমান হামলায় গত দুই সপ্তাহে ১৭৯ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৫১ শিশু ও ৩৮ নারী রয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর)।

 ২০১৩ সালের পর থেকেই এলাকাটি আসাদ সরকার নিয়ন্ত্রিত এলাকা হিসেবে চিহ্নিত হয়ে আসছিল। তবে ওই বছরই বিদ্রোহীরা এলাকাটি আসাদ বাহিনীর হাত থেকে কেড়ে নিলে, ওই এলাকায় অবরোধ আরোপ করে সরকারি বাহিনী। সম্প্রতি এলাকাটিতে বিদ্রোহীরা আরও শক্তিশালী হচ্ছে এমন খবরে গত ২৯ ডিসেম্বর থেকে রুশ যুদ্ধ বিমানের সহায়তায় সরকারি বাহিনী বিমান হামলা শুরু করে।

 সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা গেছে হামলায় অনেক শিশু মারা গেছে, ধ্বংসস্তুপের নিচ থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হচ্ছে শিশু ও নারীদের। তবে আল জাজিরা এসব ছবির সত্যতা নিশ্চিত করতে পারেনি।

জানা গেছে, শহরটিতে চার লাখেরও বেশি লোক বাস করছেন। গত চার বছরের অবরোধের কারণে শহরটিতে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। সেখানে অর্ধলাখেরও বেশি নারী-শিশু মারাত্মক বিপর্যয়ের মধ্যে রয়েছে।

গত নভেম্বরে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি জেন ইগেল্যান্ড অবরোধের কারণে সৃষ্ট মানবিক বিপর্যয়কে ‘মানব সৃষ্ট দুর্যোগ ’ বলে আখ্যা দেন। এসময় তিনি সতর্ক করে বলেন, শহরের হাজার হাজার বাসিন্দা অপুষ্ঠিতে ভোগছেন। দ্রুত অবস্থার উন্নতি না হলে, অনেকেই মৃত্যুর কোলে ঢলে পড়বেন।

 সুত্র: আল-জাজিরা

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি